সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

ঢাকার কেরানীগঞ্জে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. রকি। সে একই থানার শাক্তা ইউনিয়নের নারায়নপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে। সে একজন অটোরিকশা চালক ছিল। পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, কলাতিয়া ইউনিয়নের বেলনা শুটকির টেকের ইকো রিসোর্টের পাশের সুইচ গেটের সঙ্গের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, এই এলাকাটি খুব নিস্তব্ধ। আশেপাশে জনবসতি খুবই কম। একসময়ে এখানে ছিনতাই হত। সম্ভবত অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল কিন্তু বাধা দেয়ার কারণেই চালককে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে তার অটোটি নিয়ে পালিয়ে গেছে।

টিএইচ